করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৭ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ২৫ লাখ ৩৪ হাজার ৪৭৩ জন সংক্রমিত হয়েছেন।
এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৫৪ লাখ ৮১ হাজার ৬৯৮ জন ও মোট সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৪৪৭ জনে।
বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারর্সের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে সাত লাখ চার হাজার ৬৬১ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন এক হাজার ৮০২ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এ পর্যন্ত পাঁচ কোটি ৮৮ লাখ ৫ হাজার ১৮৬ জন আক্রান্ত এবং মারা গেছেন আট লাখ ৫৩ হাজার ৬১২ জন।
দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৭২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।