সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে অনাস্থা ভোটে প্রধামন্ত্রিত্ব হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এখন বিরোধী জোটের দখলে ১৭৪টি আসন।
ইমরান খানকে গদিচ্যুত করার এখন নতুন প্রশ্ন কার হাতে যাচ্ছে পাকিস্তানের মসনদ। খান যুগের পর কী তবে এবার ফের শরীফ যুগের শুরু? সেই প্রশ্নের উত্তর মেলাতে সোমবার আবারও অধিবেশন ডেকেছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত স্পিকার। খবর আলজাজিরার।
পার্লামেন্টের নিম্নকক্ষের সোমবারের অধিবেশনে নতুন প্রধানমন্ত্রী বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি।
স্পিকার আইয়াজ জানিয়েছেন, সোমবার সকাল ১১টার মধ্যেই প্রধানমন্ত্রী পদে প্রার্থীর নাম মনোনয়ন করতে হবে।
১৩ ঘণ্টার ম্যারাথন পার্লামেন্ট অধিবেশনে নাটকীয়তার নানা পর্যায় পার করে অবশেষে অনাস্থা ভোটে নিজের পদ হারান ইমরান খান।