প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

একসাথে থাকার পরিস্থিতি না থাকলে ভরণপোষণ দিতে হবে স্ত্রীকে!

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৬:০৬ | আপডেট: ১ year আগে
একসাথে থাকার পরিস্থিতি না থাকলে ভরণপোষণ দিতে হবে স্ত্রীকে!

বিবাহ বিচ্ছেদ হয়নি অথচ তিক্ত হয়ে উঠেছে দাম্পত্য সম্পর্ক। এক্ষেত্রে স্বামী যদি এমন পরিস্থিতি তৈরি করেন যেখানে স্ত্রী তার সঙ্গে থাকতে পারবেন না, তাহলে জল গড়াবে বহুদূর। স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নিতে হবে স্বামীকে। এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

নিম্ন আদালতের এ সংক্রান্ত একটি রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান এক নারী। সেই মামলার শুনানিতে এ কথা জানান আদালত। নিম্ন আদালতের রায় ছিল, দায়রা আদালতের আদেশের প্রেক্ষিতে তিনি ভরণপোষণের দাবি করার অধিকারী নন। কিন্তু এ পর্যবেক্ষণকে ভুল বলে জানিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের পর্যবেক্ষণ, প্রত্যেকের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে বিচারকদের। যাদের ভরণপোষণ প্রয়োজন, তাদের ক্ষেত্রেও বিচারকদের এ কথা মাথায় রাখতে হবে।

আদালত জানান, ভরণপোষণ সংক্রান্ত প্রতিটি মামলা ভিন্ন। তাই প্রতিটি ক্ষেত্রেই একই ধারণার বশবর্তী হয়ে নিরীক্ষণ অনুচিত।

বিচারপতি স্বরাণাকান্ত শর্মা জানান, যদি আদালতগ্রাহ্য তথ্যপ্রমাণে দেখা যায় যে স্বামীর আচরণের কারণেই স্ত্রী তার সঙ্গে থাকতে পারছেন না। তা হলে স্ত্রী ও নাবালক সন্তানদের ভরণপোষণ দিতে স্বামী অস্বীকার করতে পারেন না।