প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

একাধিক বিস্ফোরণ কাঁপল রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩ ১৩:০৪:৩২ | আপডেট: ১ year আগে
একাধিক বিস্ফোরণ কাঁপল রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া
ছবি: সংগৃহীত

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মস্কোপন্থী কর্মকর্তারা অভিযোগ করেছেন, কিয়েভ সেখানে ১০ টির বেশি ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলজুড়ে কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বেজেছে।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমন এক সময় এ হামলার খবর এলো যখন জাপোরিঝিয়া পাওয়ার প্ল্যান্টের চারপাশে 'বিপজ্জনক পরিস্থিতি' সম্পর্কে সতর্ক করেছেন জাতিসংঘের পারমাণবিক প্রধান।

মস্কোপন্থী কর্মকর্তারা এবং গণমাধ্যম জানায়, রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া ড্রোন হামলা প্রতিহত করেছে। এর মধ্যে অন্তত তিনটি ক্রিমিয়ার বন্দরনগরী সেভাস্তপালে ভূপাতিত করা হয়েছে।

সেভাস্তপালের মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল বলেন, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এছাড়াও রাশিয়ার আইনশৃঙ্খলা সংস্থার সঙ্গে সম্পৃক্ত টেলিগ্রাম চ্যানেল বাজা রোববার সকালের দিকে জানায়, ক্রিমিয়ায় হামলায় কোনো হতাহত হয়নি।

তবে আল-জাজিরার পক্ষ থেকে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল-জাজিরা বলছে, রোববার ভোর নাগাদ ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে বেশ কয়েক ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

উল্লেখ্য, ২০১৪ সালে একটি গণভোটের পর থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে অবৈধ হিসাবে দেখে। অনেক ইউক্রেনীয় মনে করেন তখন থেকেই রাশিয়ার সাথে যুদ্ধ জড়িয়েছে ইউক্রেন।