প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এবার আমদানিতে লাগাম টানলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২২ ২২:০১:১৩ | আপডেট: ২ years আগে
এবার আমদানিতে লাগাম টানলো পাকিস্তান

চলমান অর্থনৈতিক সংকট কাটাতে আমদানিতে লাগাম টানলো পাকিস্তান। গাড়ি, মোবাইল ফোন, চকোলেটের মতো বেশ কিছু বিলাসবহুল ও অনাবশ্যক পণ্য আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান।

বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম ডন এ তথ্য জানায়।

এক টুইটে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিকভাবে শক্তিশালী ব্যক্তিদের এ প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে, যাতে কম সুবিধাপ্রাপ্তদের এ বোঝা বহন করতে না হয়। যা পিটিআই সরকার (ইমরানের দল) তাদের ওপর চাপিয়ে দিয়েছিল।

আমদানি নিষিদ্ধ পণ্যগুলোর মধ্যে রয়েছে- গাড়ি, মোবাইল-ফোন, শুকনো ফল, গৃহস্থালী জিনিসপত্র, ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র, জুতা, ঘর সাজানোর উপকরণ, দরজা-জানালার ফ্রেম, সস, হিমায়িত মাংস, ফল, কার্পেট, টিস্যু পেপার, আসবাবপত্র, মেকআপ, চকোলেট, মিষ্টান্ন পণ্য, শ্যাম্পু, সানগ্লাস, সিগারেট, বাদ্যযন্ত্র প্রভৃতি।

এ দিন এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র আওতায় অনাবশ্যক বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে সরকার।

তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে পাকিস্তানিদের ত্যাগ স্বীকার করতে হবে। এ নিষেধাজ্ঞায় পাকিস্তানের প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার বেঁচে যাবে।

এদিকে, গত কয়েকদিন থেকে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান কমেই চলেছে। বৃহস্পতিবার আন্তব্যাংক লেনদেনে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান প্রথমবার ২০০ ছাড়িয়েছে। দেশটিতে এক ডলার কিনতে এখন ২০০ দশমিক ২০ রুপি খরচ করতে হচ্ছে।

খবরে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের দাবি যখন গোটা পাকিস্তানে, তখন বর্তমান শাহবাজ সরকারের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ পাওয়া নিয়ে দেশটিতে চলছে চরম অনিশ্চয়তা। এর মাঝেই ডলারের দাম হুহু করে বাড়ছে সেখানে, আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি রুপির দাম কমায় নতুন ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে।

ট্রেসমার্ক জানিয়েছে, বৃহস্পতিবার ইন্ট্রাডে ট্রেডের সময় স্থানীয় মুদ্রা ১০ টা ১৩ মিনিটে ১ ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি পৌঁছায় ২০০.২০ রুপিতে। যা গতকাল ১ ডলারের বিপরীতে দাম ছিল ১৯৮.৩৯ রুপি।