প্রায় ২০ বছর পর দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মাদকদ্রেব্যর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তালেবান। এরই অংশ হিসেবে রাজধানী কাবুলে জব্দ করা তিন হাজার লিটার মদ একটি খালে ফেলে দিয়েছে দেশটির গোয়েন্দারা।
রোববার তালেবান সরকারের গোয়েন্দা বাহিনী এ তথ্য জানায়।
তাদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তাদের বেশ কয়েকজন সদস্য প্রায় তিন হাজার লিটার মদ জব্দ করেছে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়া এগেলো জব্দ করে তারা। এরপর সেগুলো নিয়ে কাবুলের একটি খালে ফেলে দিচ্ছে।
ওই ভিডিওতে একজন গোয়েন্দা কর্মকর্তাকে বলতে শোনা যায়, মুসলিমদের অ্যালকোহল উৎপাদন ও বিতরণ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।
তবে গোয়েন্দারা কখন এই অভিযান চালায় বা কখন এই মদগুলো ফেলে দেওয়া হয় খবরে সে বিষয়টি উল্লেখ করা হয়নি। একজন কর্মকর্তা জানান, এই অভিযানে তিনজন ডিলারকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য উৎপাদন ও গ্রহণ সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই, আশরাফ গনির আমলেও নিষিদ্ধ ছিল। তবে তালেবান ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে আরো কঠোর হয়েছে। ১৫ আগস্ট ক্ষমতা নেওয়ার পর তারা কয়েকদিন পর পরই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এমন অভিযান চালিয়ে থাকে।
সূত্র: দ্য নিউজ আরব, তোলো নিউজ