প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

এশিয়ার শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৮:৪৯ | আপডেট: ২ years আগে
এশিয়ার শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র সিঙ্গাপুর

হংকংকে ছাড়িয়ে এশিয়ার শীর্ষ অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠেছে সিঙ্গাপুর। তবে বিশ্বের মধ্যে সিঙ্গাপুরের অবস্থান তৃতীয়। র‌্যাঙ্কিয়ে প্রথম স্থানে আছে নিউইয়র্ক। আর দ্বিতীয় স্থানে আছে লন্ডন।

গ্লোবাল ফিনান্সিয়াল সেন্টার ইনডেক্সের (জিএফসিআই) তালিকায় হংকং করোনা মহামারী ও বিদেশ ভ্রমণে বিধিনিষেধের কারণে এবার চতুর্থ স্থানে রয়েছে। এই তালিকায় সান ফ্রান্সিসকো শীর্ষ পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে।

জিরো কোভিড নীতির কারণে বিশ্বের অন্যান্য শহরের চেয়ে বেশি কড়া বিধিনিষেধ সত্ত্বেও চীনের সাংহাই, বেইজিং এবং শেনজেন শহর জিএফসিআই-এর শীর্ষ ১০-এ অবস্থান বজায় রেখেছে।

তালিকার প্রথম ২০টি কেন্দ্র হলো নিউইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুর, হংকং, সান ফ্রান্সিসকো, সাংহাই, লস অ্যাঞ্জেলস, বেইজিং, শেনজেন, প্যারিস, সিউল, শিকাগো, সিডনি, বোস্টন, ওয়াশিংটন ডিসি, টোকিও, দুবাই, ফ্রাঙ্কফ্রুট, আমস্টারডাম এবং জেনেভা।