প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ঐতিহাসিক তলানিতে পাকিস্তানি মুদ্রা, ১ ডলার ছাড়ালো ২০০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২২ ১৫:৩২:২৫ | আপডেট: ১ year আগে
ঐতিহাসিক তলানিতে পাকিস্তানি মুদ্রা, ১ ডলার ছাড়ালো ২০০ রুপি

ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতন ও শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর পদে আসার পর থেকেই কমতে থাকে পাকিস্তানি রুপির দাম। যা প্রতিদিনই ভাঙছে আগের দিনের রেকর্ড। সবশেষ বৃহস্পতিবার দেশটির মুদ্রাটির মান কমতে কমতে ১ ডলারের বিপরীতে দাম ছাড়িয়ে যায় ২০০ রুপি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আন্তঃব্যাংক মিনিয়ম হার ছিল ১ ডলার ২০০.২০ রুপি। অর্থাৎ ২০০.২০ রুপির বিনিময়ে পাওয়া যাবে ১ ডলার। খবর জিও নিউজের।

গণমাধ্যমটির খবরে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের দাবি যখন গোটা পাকিস্তানে, তখন বর্তমান শাহবাজ সরকারের উপর ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণ পাওয়া নিয়ে দেশটিতে চলছে চরম অনিশ্চয়তা। এর মাঝেই ডলারের দাম হুহু করে বাড়ছে সেখানে, আন্তঃব্যাংক বাজারে পাকিস্তানি রুপির দাম কমায় নতুন ঐতিহাসিক রেকর্ড তৈরি হয়েছে।

ট্রেসমার্ক জানিয়েছে, বৃহস্পতিবার ইন্ট্রাডে ট্রেডের সময় স্থানীয় মুদ্রা ১০ টা ১৩ মিনিটে ১ ডলারের বিপরীতে পাকিস্তানি রুপি পৌঁছায় ২০০.২০ রুপিতে।

গতকাল ১ ডলারের বিপরীতে দাম ছিল ১৯৮.৩৯ রুপি।

দেশটির অর্থনৈতিক বিশ্লেষকরাও এমনটাই ধারণা করেছিলেন, যা বৃহস্পতিবার লেনদেনের এক ঘণ্টার মধ্যেই বাস্তবে রূপ নেয়।