এখন থেকে ওমরাহ ভিসাকে ভিজিট ভিসার আদলে ইস্যুর ঘোষণা নিয়েছে সৌদি সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ বৃহস্পতিবার এ ঘোষণা দেন। খবর সৌদি গ্যাজেটের।
তিনি জানান, এখন থেকে ২৪ ঘণ্টায় ইস্যু হয়ে যাবে ওমরার জন্য ভিজিস ভিসা। যা করা যাবে ঘরে বসে অনলাইনেই। গতকাল তিনি অলনাইনের এ সার্ভিসের উদ্বোধন করেন।
শুধু তাই নয়, ভিজিট ভিসার আদলে ওমরা ভিসার মেয়াদও বাড়াচ্ছে দেশটির সরকার।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মন্ত্রী বলেন, “ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে ১ মাসের পরিবর্তে ৩ মাস মেয়াদে দেয়া হবে।”
আল-রাবিয়াহ বলেন, “সৌদি আরবের ভিশন ২০৩০ এর লক্ষ্য হলো বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনকারীদের সেবা আরও সহজতর করা।”
মন্ত্রী বলেন, “এ বছর ১০ লাখ মানুষ হজ করবেন। তীর্থযাত্রীদের মধ্যে ৮৫ শতাংশ বিদেশি।
তিনি বলেন, “হজযাত্রীদের স্বাস্থ্য নিশ্চিত করতে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা কাজ করছে।”
এ বছর হজ স্মার্ট কার্ড বাস্তবায়িত হবে- এর মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি এ বছরের হজকে আরও নিখুঁতভাবে আয়োজন করতে সহায়তা করবে বলেও মনে করে মন্ত্রী।