করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বিশ্বজুড়ে। সেই সঙ্গে দেশে দেশে বাড়ছে বিধিনিষেধও। সংক্রমণ ঠেকাতে এবার ভ্রমণকারীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ব্রিটেন।
ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার বাড়ায় ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করতে যাচ্ছে সরকার। দেশটিতে ঢুকতে আগামী মঙ্গলবার থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।
শনিবার হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ এ ঘোষণা দেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করা হবে নাইজেরিয়াকে। দেশটি থেকে আগতদের অবশ্যই ১০দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এসব তথ্য রয়টার্স সূত্রে জানা গেছে।
এদিকে ভারতে ওমিক্রন আক্রান্ত চতুর্থ ব্যক্তি শনাক্ত হয়েছেন। ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তি গত মাসে দুবাই এবং দিল্লি হয়ে দক্ষিণ আফ্রিকা যান। এরপর মুম্বাই আসার পর তার দেহে নতুন এ ভ্যারিয়েন্ট ধরা পড়ে। ডেল্টার চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক হতে পারে এ আশঙ্কায় ভারতে ইতোমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।
দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্ত হওয়ার পর দেশটিতে প্রতিদিনই রোগী দ্বিগুণ হচ্ছে। এ অঞ্চলেই প্রথম ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়েছে। গত কয়েক দিনে দেশটিতে রোগী শনাক্তের হার কয়েক গুণ বেড়েছে।