বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হওয়া করোনারভাইরাসের ওমিক্রন ধরনটিকে আতঙ্ক নয়, বরং উদ্বেগ হিসেবে বিবেচনা করতে মার্কিনীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার হোয়াইট হাউসে দেয়া বক্তব্যে বাইডেন এ আহ্বান জানান। বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা শীর্ষস্থানীয় ভ্যাকসিন উৎপাদকদের সাথে পরামর্শ করছেন এবং ওমিক্রনের মিউটেশনে সম্ভাব্য আপডেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র আপাতত লকডাউন বা আর কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না দিয়ে ওমিক্রনের সম্ভাব্য বিস্তার নিয়ন্ত্রণে ভাল অবস্থান নিশ্চিতের ওপর জোর দেন বাইডেন। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার আটটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তিনি বলেন, ওমিক্রন রূপটি উদ্বেগের কারণ, আতঙ্কের কারণ নয়। টিকা গ্রহণের ওপরই জোর দেন বাইডেন। অন্তত ১টি ডোড হলেও নিয়ে নেয়ার পরামর্শ তার।
বাইডেন যোগ করেন, তার প্রধান চিকিৎসা উপদেষ্টা, ডাঃ অ্যান্টনি ফাউসি আশা করেন, বর্তমান ভ্যাকসিনগুলো নতুন ধরনের বিরুদ্ধেও কাজ করবে, বুস্টারগুলো সুরক্ষা বাড়াবে।
তিনি বলেন, আমরা এ বিকল্প বৈজ্ঞানিক, সুচিন্তিত কর্ম এবং গতির সাথে লড়াই করবো; বিশৃঙ্খলা আর বিভ্রান্তির সাথে নয়।
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এর তথ্য অনুসারে, এ মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র সব প্রাপ্তবয়স্কের জন্য বুস্টার ডোজগুলোর জন্য তার সুপারিশ করেছে, তবে এখনও আনুমানিক ৪৭ মিলিয়ন মার্কিন প্রাপ্তবয়স্কদের টিকা দেয়া হয়নি।