প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কমিউনিস্ট পার্টির সম্মেলন: ৩য় মেয়াদেও দায়িত্ব পাচ্ছেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২২ ১২:২৮:০০ | আপডেট: ২ years আগে
কমিউনিস্ট পার্টির সম্মেলন: ৩য় মেয়াদেও দায়িত্ব পাচ্ছেন শি জিনপিং
চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং | এএফপি ছবি

চীনে প্রতি পাঁচ বছরে একবার অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির সম্মেলন শুরু হয়েছে। ফলে প্রেসিডেন্ট শি জিনপিং দলটির তৃতীয় মেয়াদেও দায়িত্ব নিতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। এতে মাও সেতুংয়ের পর তিনিই শক্তিধর চীনা রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন।

রবিবার এ উপলক্ষ্যে রাজধানী বেইজিংয়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।

উদ্বোধনী অধিবেশনে শি একটি দীর্ঘ ভাষণ দেওয়ার কথা রয়েছে। তবে চীনের কঠোর একদলীয় নীতি, সমালোচনার অসহিষ্ণুতা এবং কোয়ারেন্টাইন ও ভ্রমণ নিষেধাজ্ঞাসহ কোভিড-১৯ বিষয়ে কঠোর অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে।

বেশিরভাগ চীনের রাজনৈতিক সভাগুলোর মতো এবারও এ সংক্রান্ত সামান্য তথ্য অন্যরা জানতে পেড়েছে। বাকিটা জানা যাবে সম্মেলনের বন্ধ-দরজা অধিবেশনের কয়েকদিন পর। সামনাসামনি বৈঠকে কতটা আগে থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং কতটা এখনও নেয়া হয়নি তা অজানা অবস্থায় আছে।

পার্টির ৯ কোটি ৬০ লাখ সদস্যের মধ্যে দুই হাজারেরও বেশি সদস্য বেইজিংয়ের কেন্দ্রস্থলে হল্কিং গ্রেট হল অব দ্য পিপল-এ সপ্তাহব্যাপী সভায় যোগ দিচ্ছেন।

এদিকে, বিশ্বের সবচেয়ে জনবহুল এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ওপর একচেটিয়া নিয়ন্ত্রক এই পার্টির সম্মেলন একটি বড় বিষয়। প্রতি পাঁচ বছর অন্তর চীনা কমিউনিস্ট পার্টির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দল ও দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের নিয়োগ দেয়া হয়।

কমিউনিস্ট পার্টির ২০তম সম্মেলনে প্রায় নিশ্চিতভাবেই দলটির নেতা শি জিনপিং তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হতে যাচ্ছেন। আর এর মধ্য দিয়ে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও থেকে যাচ্ছেন।