করোনার বিধিনিষেধ এড়াতে মধ্য-আকাশেই বিয়ের পরিকল্পনা করেন এক ভারতীয় দম্পতি। একটি যাত্রীবাহী বিমান পুরোটা ভাড়া করে বিমানের মধ্যেই গাঁটছড়া বাঁধেন তারা।
১৬০ জনেরও বেশি অতিথি নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় তাদের।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিমান কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে এবং সেখানে কর্মরত ক্রুদের চাকরি স্থগিত করা হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে জায়গা নেই। শ্মশানে লাশের দীর্ঘ লাইন। এ পরিস্থিতিতে ভারতের রাজ্যগুলোতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের জন্য কেবল ৫০ জন অতিথিকে অনুমতি দেয়া হয়েছে।
সেখানে এই দম্পতি এই বিধি ভঙ্গ করে পুরোহিতসহ ১৬১ জন বন্ধু ও স্বজন নিয়ে ওই বিমানে চেপে বসেন।
হিন্দুস্তান টাইমস পত্রিকা জানায়, স্পাইসজেট বিমানটি মাদুরাই থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে ঐতিহাসিক মীনাক্ষী আম্মান মন্দিরের ওপরে উড়ে যাওয়ার সময় এই দম্পতির বিয়ে সম্পন্ন হয়।
তাদের অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করার সাথে সাথেই সেগুলো ভাইরাল হয়ে যায়। ছবিগুলোতে দেখা যায় কোনো ধরনের সামাজিক দূরত্ব না মেনে এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করেই আনন্দে মেতে উঠেছেন সেখানে আমন্ত্রিতরা।
সিভিল এভিয়েশনের মহাপরিচালক জানান: ওই দম্পতি ও তাদের অতিথিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাদের সবধরনের স্পাইসজেটে ভ্রমণ থেকে নিষিদ্ধ করা হতে পারে।
স্পাইসজেট মুখপাত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, 'বিমানবন্দরে করোনার মধ্যে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কর্তৃপক্ষ ও বিয়ের অনুষ্ঠানের আয়োজকদের লিখিত ও মৌখিকভাবে স্বাস্থ্যসুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি জানানো হয়েছিলো।
তিনি আরও বলেন: বারবার অনুরোধ সত্ত্বেও, যাত্রীরা কোভিডের নির্দেশিকা অনুসরণ না করায় বিমান সংস্থাটি নিয়ম অনুসারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
গত ছয় সপ্তাহ ধরে বেশ কয়েকটি রাজ্যে ভারতে কঠোর লকডাউন চলছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখের বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ২ কোটি ৬০ লাখের বেশি মানুষ।