করোনাকালে জাপানে শিশুদের মধ্যে রেকর্ড পরিমাণে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। শিশুদের আত্মহত্যার প্রবণতা এতটাই বেড়েছে যে, গত চার দশকের মধ্যে এটি সর্বোচ্চ সংখ্যা অতিক্রম করেছে।
জাপানের শিক্ষা মন্ত্রণালয় এবং দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংখ্যা রয়টার্স।
জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের জরিপ বলছে, করোনা মহামারির কারণে ২০২০ সালে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায়ের ৪১৫ জন শিশু শিক্ষার্থী আত্মহত্যা করেছে। যা আগের বছরের তুলনায় ১০০ জন বেশি।
এদের মধ্যে এলিমেন্টারি স্কুলের সাতজন, জুনিয়র হাইস্কুলের ১০৩ জন ও সিনিয়র হাইস্কুলের ৩০৫ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
আসাহি পত্রিকার তথ্যমতে, ১৯৭৪ সালে জাপানে এ ধরনের হিসাব রাখা শুরুর পর থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক শিশুর আত্মহত্যার ঘটনা।
এনএইচকে জানিয়েছে, জাপানের স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি, হয়রানি এবং আত্মহত্যাসহ বিভিন্ন বিষয়ে প্রতি বছর জরিপ চালায় দেশটির সরকার। গত বুধবার এ সংক্রান্ত সবশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে দেশটির জাতীয় প্রচেষ্টার কারণে গত ১৫ বছরে এই সংখ্যা মোটামুটি ৪০ শতাংশ কমেছে। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা ১০ বছর আত্মহত্যার সংখ্যা ছিল নিম্নমুখী।