পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব মঙ্গলবার এই তথ্য জানান। খবর জিও নিউজের।
এক টুইট বার্তায় মরিয়ম বলেন, প্রধানমন্ত্রী গত দুইদিন ধরে অসুস্থ ছিলেন, এরপর তিনি চিকিৎসকদের পরামর্শ নেন। পরবর্তীতে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। এই নিয়ে দেশটির অর্থমন্ত্রী পিএমএল-এন এর কর্মী ও পাকিস্তানের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনার আহ্বান জানান।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে শেহবাজ শরীফ তৃতীয়বারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। এর আগে তিনি ২০২০ সালের জুনে প্রথমবার এবং ২০২২ সালের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন।