বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৬২১ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ২৯ হাজার ১৪৭ জন।
শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারর্সের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২৬৬ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৫২ হাজার ৯০০ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে নতুন করে ৯১২ জনের মৃত্যু হয়েছে করোনা। এছাড় বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৬৭৭ জন এবং মারা গেছেন ৭১৬ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৫ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ৫৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৪৬ হাজার ৯০৫ জন মারা গেছেন।
দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা রাশিয়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯১২ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৬৩৮ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৯৯ হাজার ৯৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮ হাজার ৮৬০ জনের।
পোল্যান্ডে নতুন করে মারা গেছেন ৬৩৮ জন। আর সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৬১৩ জন।
জার্মানিতে নতুন করে মারা গেছেন ২৪৪ জন। আর নতুন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৬৬ জন।
ইউক্রেনে নতুন করে মৃত্যু হয়েছে ২০৯ জনের। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২৯ জনের।
এছাড়া গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ২০৩ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৬২৪ জন। ফ্রান্সে নতুন করে মারা গেছেন ১৮৯ জন। সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন।
এছাড়া প্রতিবেশি দেশ ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৮১ জন। মারা গেছেন ১৫৫ জন; তুরস্কে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৮৬ জন, মারা গেছেন ১৬৩ জন; ইতালিতে নতুন মৃত্যু ১৫৫ জন, শনাক্ত ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন এবং ব্রাজিলে নতুন আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৮২ জন, মারা গেছেন ৮৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।