বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত শনাক্ত হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৩০৪ জন; যা গত দিনের চেয়ে ৭১ হাজারের বেশি।
বৃহস্পতিবার সকালে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।
বর্তমানে বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫২ লাখ ৯৪ হাজার ৪৬৬ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৬৬৯ জনে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন আক্রান্ত ১ লাখ ২৬ হাজার জন এবং মারা গেছেন ১ হাজার ৩১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্ত ৫ কোটি ৪ লাখ ১৮ হাজার ৩৪৫ এবং মোট মৃতের সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৮৯১ জন।