প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১ ১০:১১:০৭ | আপডেট: ২ years আগে
করোনায় একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৯৪ হাজার ৯৯৬ জন করোনায় আক্রান্ত দেখলো বিশ্ব। একদিনে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত ২৩ ডিসেম্বর ১০ লক্ষাধিক মানুষ শনাক্ত হয়েছিল।

বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য বলছে, নতুন করে এ বিপুল সংখ্যক শনাক্ত মিলিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৬৪১ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ হাজার ৫৫ জন। নতুন মৃত্যু নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৩৮ হাজার ৩০৬ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৮ হাজার ১০১ জন।

একদিনে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ৬৭০ জন এবং মারা গেছেন ১ হাজার ৭৭৭ জন।

দৈনিক সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্রের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে একদিনে সংক্রমিত হন ২ লাখ ৮ হাজার ৯৯ জন।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে মারা গেছেন ১৪৭ জন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ২৭১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮০ হাজার ৫৯২ জন। গত একদিনে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৩৮৫ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।