সারাবিশ্ব করোনায় বিপর্যস্ত হয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় আসার পর এ প্রথম করোনায় এক জনের মৃত্যুর কথা জানালো উত্তর কোরিয়া। দেশটির সরকারি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়, এখন আরও কয়েক হাজার মানুষের জ্বরসহ করোনার লক্ষণ রয়েছে। খবর বিবিসির।
শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন, তাদের মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছিল ১ জনের।
বর্তমানে ১ লাখ ৮৭ হাজার জ্বরে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
যদিও বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, ভাইরাসটি বেশ কিছু দিন ধরেই ছড়াচ্ছে। কিন্তু উন সরকার এই প্রথম বৃহস্পতিবার প্রথম কোনো ব্যক্তির করোনা শনাক্তের কথা স্বীকার করে।
তারা বলেছে, রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন বৈকল্পিকের প্রাদুর্ভাব ঘটেছে এবং লকডাউন ঘোষণা করেছে। তারা সঠিক সংক্রমণ সংখ্যা জানায়নি।
শুক্রবার সরকারি কেসিএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, সংক্রমণ রাজধানী ছাড়িয়ে অন্যান্য এলাকায়ও ছাড়াচ্ছে।