প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় প্রাণ হারালেন করোনা টিকাকে ব্যঙ্গ করা ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২১ ১২:৪৭:২৩ | আপডেট: ৩ years আগে
করোনায় প্রাণ হারালেন করোনা টিকাকে ব্যঙ্গ করা ব্যক্তি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্টিফেন হারমন। ছবি: বিবিসি

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ এক মাস লড়াই করেছেন স্টিফেন হারমন। এসময় হারমনকে করোনা টিকা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের সেই পরামর্শ কানে তোলেননি তিনি। শেষ পর্যন্ত করোনায় প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই বাসিন্দা।

গত বুধবার লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্টিফেন হারমন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া স্টিফেন হারমন করোনা টিকা গ্রহণের কট্টর বিরোধী ছিলেন। নিজেও টিকা নেননি; এমনকি করোনাভাইরাসের টিকা গ্রহণে মানুষকে নিরুৎসাহিত করতেন।

এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক করোনা টিকা ও এর কার্যকারিতা সম্পর্কে বিদ্রূপ করেছেন তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়ও নিজের লড়াইয়ের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছিলেন স্টিফেন হারমন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থার ছবিও পোস্ট করেন তিনি।

এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর স্টিফেনকে টিকা গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু জীবন হুমকির মুখে থাকলেও টিকা নিতে অস্বীকৃতি জানান তিনি।

তিনি দাবি করেন, তার ধর্মীয় বিশ্বাসই তাকে রক্ষা করবে। এমনকি মৃত্যুর আগেও করোনা মহামারি ও কোভিড ভ্যাকসিন নিয়ে ব্যঙ্গ করেন হারমন।