প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় বিশ্বে আরও প্রায় ৮ হাজার প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২১ ১০:০০:৪৪ | আপডেট: ২ years আগে
করোনায় বিশ্বে আরও প্রায় ৮ হাজার প্রাণহানি

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫ হাজার ২০১ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৬৪ হাজার ৭০০ জন।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।

বৃহস্পতিবারের চেয়ে শুক্রবার সারা বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ কম হয়েছে। ওই দিন করোনায় বিশ্বে মারা যান ৭ হাজার ৬১৪ জন এবং নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ১৭ হাজার ২৮৭।

শুক্রবার করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। দৈনিক সংক্রমণেও এ দিন শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৮০২ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫৮৮ জন। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ৫১৪ জন।