প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় বিশ্বে আরও ৭ হাজার ৯১৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:১৭:৪৭ | আপডেট: ২ years আগে
করোনায় বিশ্বে আরও ৭ হাজার ৯১৬ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় সারা বিশ্বে সাত হাজার ৯১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১৭ লাখ ৬৬ হাজার ৫১৭ জন।

এতে করে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৭ লাখ ৬৭ হাজার ৯৬৬ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৬২৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে রাশিয়ায়। মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই রাশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, কলম্বিয়া ও তুরস্কে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।