প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

করোনায় বিশ্বে আরও ৮ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২২ ০৯:১৫:৩০ | আপডেট: ২ years আগে
করোনায় বিশ্বে আরও ৮ হাজারের বেশি মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩১৯ জন, আর নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২২ লাখ ১৭ হাজার ৩৮৪ জন মানুষ।

এনিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ১৮২ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৫১ হাজার ৮৩৩ জনে।

রোববার সকালে ওয়ার্ল্ডোমেটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন ফ্রান্সে আর দৈনিক মৃত্যুতে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এসময়ে ১ লাখ ৫ হাজার ২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ১ হাজার ৫১ জন। ফ্রান্সে ২৪ ঘণ্টায় ২ লাখ ১৪ হাজার ৫৪২ জন আক্রান্ত ও মারা গেছেন ১৭০ জন।

রাশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ২৮২ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ৭১৪ জন। জার্মানিতে ১ লাখ ৬৬ হাজার ৬২০ জন সংক্রমিত এবং মারা গেছেন ৯৮ জন।

এদিকে, ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৯৩ হাজার ১৫৭ জন সংক্রমিত এবং মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এসময়ে যুক্তরাজ্যে ৬০ হাজার ৫৭৮ জন শনাক্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ২৫৯ জন। তুরস্কে ৯৮ হাজার ৭১৫ জন সংক্রমিত ও মৃত্যু হয়েছে ২২১ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।