বিশ্বব্যাপী বেড়েই চলছে করোনাভাইরাসের সংক্রমণ। সেই সঙ্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন আরও ৭ হাজার ১৬১ জন।
আর তাতে বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ। আর এসময় করেনো আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৮ কোটি মানুষ।
মঙ্গলবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩১০ জন। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮৭ হাজার ৩৬৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী গতকালের চেয়ে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। আগেরদিন বিশ্বজুড়ে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ১৮৯ জন। এই সময় শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ২৭ হাজার ৮৪৮ জন।
এদিকে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হিসেবে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ কোটি ৪৯ লাখ ৩১ হাজার ১৪৮ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৫৮৫ জনের।
এছাড়া করোনা আক্রান্ত হওয়ার পরেও সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৬ কোটি ৯২ লাখ ৯৮ হাজার ৪২১ জন।