প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২১ ১৩:৫৯:০৪ | আপডেট: ৩ years আগে
কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের

আফগানিস্তানে কর্মরত নারীদের তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে তালেবান।

বুধবার সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নারীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ফেরানোর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সাময়িকভাবে তাদের ঘরে থাকতে হবে।

জাবিউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, নারীদের কর্মস্থলে যোগদানে স্থায়ীভাবে বাধা দেওয়া হবে না। তারা যাতে কাজে ফিরতে পারেন, সেই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, ২০০১ সালের আগে তালেবান, যখন আফগানিস্তান শাসন করতো, তখন তারা কঠোর শরীয়া আইন জারি করেছিল। নয় দিন আগে তারা আবারও আফগানিস্তানের পূর্ণ ক্ষমতা নিয়েছে।

এরই মধ্যে জাতিসংঘ তালেবানদের দ্বারা নির্যাতনের নির্ভরযোগ্য কিছু প্রতিবেদন তুলে ধরেছে যার মধ্যে নারীদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি অন্যতম।

এদিকে মঙ্গলবার কাবুলে নিজেদের সংবাদ সম্মেলনে, তালেবান মুখপাত্র রাজধানী কাবুল থেকে মার্কিন নেতৃত্বাধীন উচ্ছেদের কথাও তুলে ধরেছেন।

সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ দক্ষ আফগানদের সরিয়ে নেওয়া বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহবান জানান।

একই সঙ্গে পশ্চিমা সামরিক বাহিনীর লোকজন সরিয়ে নেওয়ার জন্য আগামী ৩১ আগস্টের পর আর সময়সীমা বাড়ানো হবে না বলেও সতর্ক করেন তিনি।