পশ্চিমবঙ্গের কলকাতায় এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। একইসঙ্গে আরও ১৭ জনকেও আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আনন্দবাজারের খবরে বলা হয়, উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখা (অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস) এবং কলকাতা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার আনন্দপুরের গুলশন কলোনি এলাকা থেকে মাহফুজুর রহমান নামের ৩০ বছর বয়সী ওই যুবককে আটক করে। তার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায়।
একই সঙ্গে আটক করা হয়েছে সন্দেহভাজন আরও ১৭ জনকে। ধারণা করা হচ্ছে, তাদেরকে বিদেশে পাঠানোর নামে প্রত্যেকের কাছ থেকে দেড়-দু’লাখ টাকা করে নিয়েছিল প্রধান অভিযুক্ত।
কয়েক দিন আগে উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গি দমন শাখার তরফে মাহফুজুরের সম্পর্কে জানানো হয় লালবাজারকে। এ-ও জানানো হয়, কলকাতায় লুকিয়ে রয়েছে সে। তার পরেই অভিযুক্তের মোবাইল টাওয়ারের অবস্থানের সূত্রে ধরে এ দিন গুলশন কলোনিতে যৌথ অভিযান চালায় উত্তরপ্রদেশ এটিএস এবং কলকাতা পুলিশের একটি দল।
তদন্তকারীদের দাবি, একাধিক অপরাধের সঙ্গে যুক্ত মাহফুজ়ুর। দেশের বিভিন্ন রাজ্যে যাতায়াত ছিল তার। তবে সে কত দিন আগে ভারতে এসেছিল, খতিয়ে দেখছে পুলিশ।
এছাড়া, তার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। মাহফুজুরকে ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।