দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ অ্যান্টিওকিয়ায় প্রবল বৃষ্টি ও বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আরও প্রায় ১৭ জন নিখোঁজ বা আহত হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।
গত বুধবার থেকে বৃষ্টিপাত ও প্রবণ বন্যার সৃষ্টি হয়। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ডাগরান জানিয়েছে, অ্যান্টিওকিয়ার অ্যাব্রিয়াকি পৌরসভায় বৃষ্টিপাতের ফলে এল পোরভেনির খনিতে একটি ক্যাম্প প্লাবিত হয়েছে, সেইসাথে খনিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডাগরান এর পরিচালক জেইম গোমেজ বলেন, এখন পর্যন্ত ৭ জন নিখোঁজ ও ১০ জন আহত হয়েছে।
এর আগে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয়-পশ্চিম রাইসারালড প্রদেশে প্রবল বৃষ্টি ও বন্যায় ১৪ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছিল।