কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে দফায় দফায় গোলাগুলিতে বন্দুকধারীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বন্দুকধারীও রয়েছেন।
মঙ্গলবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ভ্যাঙ্কুভারের ল্যাংলি শহরে গোলাগুলি শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। গোলাগুলির পর দুই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং অন্য একজন ব্যক্তি ও নারী আহত হয়েছেন। আহত নারী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তাদের ল্যাংলি মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীকে আহতাবস্থায় শনাক্ত করার পর ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, তিনি ওই এলাকার গৃহহীন মানুষদের টার্গেট করছিলেন।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান সুপারিনটেনডেন্ট গালিব ভায়ানি বলেন, বন্দুকধারী একাই হামলা করেছিল কিনা তা জানতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।