প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাক চাপায় হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২১ ১০:৪০:৪১ | আপডেট: ৩ years আগে
কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাক চাপায় হত্যা

কানাডায় একটি মুসলিম পরিবারের চার সদস্যকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পুলিশ বলছে পরিকল্পিতভাবে তিনি হামলাটি চালিয়েছেন। যাকে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ বলা হয়।

রোববার কানাডার ওন্টারিওতে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়: নাথানিয়াল ভেল্টম্যান নামের ২০ বছরের এক যুবক একই পরিবারের ৫ সদস্যের ওপর দ্রুতগতির ট্রাকটি তুলে দেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের বয়স ৯ থেকে ৭৪ বছরের মধ্যে। 

ঘটনার পরপরই হামলাকারী ভেল্টম্যানকে আটক করেছে পুলিশ।

লন্ডনের গোয়েন্দা বিভাগের পুলিশ সুপার পল ওয়েট সাংবাদিকদের বলেন: এখন পর্যন্ত যা প্রমাণ মিলেছে তাতে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। 

তিনি বলেন: নিহতরা মুসলিম ধর্মে বিশ্বাসী হওয়ায় হামলার শিকার হয়েছে। 

তিনি আরও জানান: হামলাকারীর বিরুদ্ধে পূর্বের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। সে কেনো হেট গ্রুপের সদস্য কিনা তাও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। 

এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি বলেন: ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই নেই। এ ধরনের বিদ্বেষের অবশ্যই শেষ হওয়া দরকার। 

এর আগেও ২০১৭ সালেও কানাডায় হেইট ক্রাইমে হত্যার শিকার হন ৬ মুসলিম ব্যক্তি।