আফগানিস্তানের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতসহ কাবুলে অবস্থিত দূতাবাসের সকল কূটনৈতিক কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
তালেবানরা কাবুল দখল করার প্রায় ৩৬ ঘণ্টা পর সেখান থেকে কূটনৈতিকদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ভারত। মঙ্গলবার ভারত বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তাদের ফিরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানান।
এক টুইট বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র লিখেন, ‘কাবুলে আমাদের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মীরা দ্রুত ভারতে চলে আসবেন। বিদ্যমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এর আগে গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। তালেবান যোদ্ধারা কাবুল দখলের পর দেশ ছেড়ে পালিয়ে যাব আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপর দেশটির প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণও নিজেদের দখলে নেয় তালেবান।
তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সব বেসামরিক বিমানের জন্য আফগানিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে সামরিক বিমানগুলো কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানরত আমেরিকান সৈন্যরা আটকে পড়া বিদেশী নাগরিকদের দেশ ছাড়তে সহায়তা করছে।