আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এজন্য তারা মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়ানোর জন্য সতর্ক করেছে।
রোববার বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, গতকাল শনিবার যুক্তরাষ্ট্র একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এ সতর্কতায় কাবুল বিমানবন্দরের গেটের বাইরে সম্ভাব্য নিরাপত্তা হুমকির কথা বলা হয়। এ কারণে আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র।
এতে বলা হয়েছে, মার্কিন সরকারের প্রতিনিধি যাদের কাবুল বিমানবন্দরে আসতে বলবেন, শুধু তাদেরই সেখানে আসা উচিত।
মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, তারা পর্যবেক্ষণ করছেন এবং বিকল্প পথ খুঁজছেন।
আইএসের সম্ভাব্য হামলার সম্পর্কে আর কোনো বিবরণ দেয়নি যুক্তরাষ্ট্র। এবং ইসলামিক স্টেটের (আইএস) প্রকাশ্যে কাবুলে হামলা চালানোর হুমকিও দেয়নি।
কাবুল বিমানবন্দরের বাইরে এখনো চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। গত রোববার তালেবানের হাতে কাবুল পতনের পর দেশটির হাজারো মানুষ আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে চেষ্টা করছে। অনেকেই জড়ো হয়েছে কাবুল বিমানবন্দরে।
কাবুল বিমানবন্দরের প্রবেশমুখসহ আশপাশের এলাকায় সশস্ত্র পাহারা বসিয়েছে তালেবান। ভ্রমণের বৈধ নথি না থাকা আফগানদের তারা ফিরিয়ে দিচ্ছে। কাবুল বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা দিচ্ছে মার্কিন বাহিনী।
শনিবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক ব্রিফিংয়ে জানানো হয়, কাবুল বিমানবন্দর থেকে মোট ১৭ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ২ হাজার ৫০০ জন মার্কিন নাগরিক রয়েছে।