তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর দেশত্যাগ করতে শহরটির বিমানবন্দরের দিকে ছুটছেন হাজার হাজার মানুষ। এমন পরিস্থিতিতে সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে কীভাবে তারা মারা গেছেন, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচজনের মরদেহ একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।
তবে গোলাগুলিতে, নাকি পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি পরিষ্কার নয় বলে জানিয়েছেন অপর একজন প্রত্যক্ষদর্শী।
একজন মার্কিন কর্মকর্তা জানান, জনতাকে ছত্রভঙ্গ করতে বিমানবন্দরের দায়িত্বে থাকা মার্কিন সেনারা ফাঁকা গুলি ছোড়ে।
তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও মন্তব্য পায়নি রয়টার্স।