কাবুল বিমানবন্দরের কাছে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। নিহতদের মধ্যে কমপক্ষে ২৮ জন তালেবান ও ১৩ জন মার্কিন সেনা সদস্য।
বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে জোড়া বিস্ফোরণে আহতও দেড়শ ছাড়িয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য নাগরিক আফগানিস্তান ছাড়ার তোড়জোড়ের মধ্যে এ প্রাণঘাতী হামলা হলো।
এদিকে, এ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার জো বাইডেন বলেছেন, আমরা ক্ষমা করবো না। আমরা এই হামলার কথা ভুলেও যাবো না। আমরা হামলাকারীদের অবশ্যই খুঁজে বের করবো এবং জড়িতদেরকে এর মূল্য দিতে হবে।