আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রধান বিমানবন্দরের কাছে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলায় ৭ জন নিহত হয়েছেন। রোববার হাজার হাজার মানুষ আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে এ ঘটনা ঘটে।
তালেবান দেশটির শাসনক্ষমতা গ্রহণের পর সাধারণ আফগানদের মধ্যে সৃষ্ট আতঙ্কে দেশ ছাড়ার হিড়িকের মধ্যেই এ ঘটনা ঘটল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিবৃতিতে বলা হয়: ‘আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সেই সাত আফগান নাগরিকের পরিবারের প্রতি যারা কাবুলে ভিড়ের মধ্যে মারা গেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়: ‘বর্তমান পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আমরা যতটা সম্ভব নিরাপদে সবকিছু সামাল দেয়ার চেষ্টা করছি। সেজন্য আমরা যথাসাধ্য সবকিছু করার চেষ্টা করছি।’