কাবুলে বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় বিমানবন্দরের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবান যোদ্ধারাও বিস্ফোরণে আহত হয়েছে বলে জানা যায়।
এক মার্কিন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে মার্কিন সেনা সদস্যরাও আছেন। তিনি বলেন, হতাহতের ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তা এখনো জানা যায়নি।
পেন্টাগনের একজন মুখপাত্র জন কারবি বলেন, বিস্ফোরণের পর হতাহতের সংখ্যাটি পরিষ্কার নয়। তবে বেশ ক'জন এতে নিহত হয়েছেন।
তবে তালেবান দাবি করছে, বিস্ফোরণে অন্তত ১১ ব্যক্তি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে তালেবানের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তাকে কাবুল বিমানবন্দরের এই হামলা সম্পর্কে খবর দেওয়া হয়।