প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কাবুলে মসজিদে বোমা হামলায় আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২২ ১৪:০৩:৩৫ | আপডেট: ২ years আগে
কাবুলে মসজিদে বোমা হামলায় আহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রীয় একটি মসজিদে নামাযের সময় বোমা বিস্ফোরণ হয়। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

গত এক সপ্তাহের ব্যবধানে কাবুলে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে কাবুলের প্রধান মানি এক্সচেঞ্জ সেন্টারে বিস্ফোরণ হয়। এতে নিহত হন ১ জন এবং আহত হন প্রায় ১২ জনের মত।

কাবুলের এক সামরিক মুখপাত্র জানায়, মসজিদে বোমা নিক্ষেপ করে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১ জনকে আটক করা হয়েছে। শীতের মাসগুলোতে এ ধরনের সহিংসতা তুলনামূলক কমার পরেই রাজধানীতে এমন হামলার ঘটনা ঘটেছে।

ক্ষমতাসীন তালেবান জানিয়েছে, আগস্টে ক্ষমতাগ্রহণের পর থেকেই দেশকে এ ধরনের সহিংসতামুক্ত করা হয়েছে এবং বেশিরভাগ যুদ্ধও শেষ হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও কর্মকর্তাদের দাবি, দেশটিতে এখনো জঙ্গিগোষ্ঠীর হামলার ঝুঁকি রয়েছে এবং ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীরাও বেশ কয়েকটি বড় হামলার দাবি করেছে।