প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কারাবাখ ছেড়েছে হাজার হাজার আর্মেনিয় শরণার্থী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৪৭:৫৯ | আপডেট: ৭ মাস আগে
কারাবাখ ছেড়েছে হাজার হাজার আর্মেনিয় শরণার্থী

নাগরনো-কারাবাখ থেকে হাজার হাজার শরণার্থী পালিয়ে গেছে। স্বঘোষিত প্রজাতন্ত্রের কর্মকর্তারা বলছেন, একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছে।

আজারবাইজান গত সপ্তাহে বিচ্ছিন্ন অঞ্চলের বিরুদ্ধে দ্রুত হামলা শুরু করার পরে, আর্মেনিয়ান সরকার দেশটির সম্ভাব্য ‘জাতিগত নির্মূল’ সম্পর্কে একটি সতর্কতা জারি করে। খবর এএফপি’র।

আর্মেনিয়া মঙ্গলবার জানিয়েছে, রোববার প্রথম বিচ্ছিন্নতাবাদী দলটি দেশে ঢোকার পর থেকে ১৩ হাজারেরও বেশি শরণার্থী পালিয়ে গেছে। অধিকাংশ শরণার্থী এ শহরেই অবস্থান করার ফলে সীমান্ত শহর গোরিসে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী সরকার মঙ্গলবার জানিয়েছে, সোমবার জ্বালানি ডিপোতে বিস্ফোরণস্থলে ১৩ টি মৃতদেহ পাওয়া গেছে এবং আহত অবস্থায় আরও সাত জনের মুত্যু হয়েছে। তারা এক বিবৃতিতে জানায়, ২৯০ জনকে হাসপাতালে ভীর্ত করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিচ্ছিন্নতাবাদীরা বলছে গত সপ্তাহের সংঘর্ষে ২শ’ জন নিহত হয়েছে।