প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২২ ১৭:৩৫:৪৯ | আপডেট: ২ years আগে
কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি মন্দিরে পদদলিত হয়ে নববর্ষের দিনে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

দেশটির কর্মকর্তাদের বরতা দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

শনিবার ভোরে কাশ্মীরের মাতা বৈষ্ণব দেবী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

আহতদের মাতা বৈষ্ণ দেবী নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিন দক্ষিণ জম্মু শহরের কাছে পার্বত্য শহর কাটরাতে হাজার হাজার হিন্দু ভক্ত শ্রদ্ধা নিবেদন করার জন্য জড়ো হয়েছিলেন।

নতুন বছরকে বরণ করতে ভক্তদের মাত্রাতিরিক্ত ভিড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে স্থানীয় প্রশাসন।

মহেশ নামের একজন জানিয়েছে, তীর্থযাত্রীরা মন্দিরের রুটে প্রবেশ ও প্রস্থান করার সময় একটি গেটের কাছে পদদলিত হয়।

প্রিয়ংশ নামে আরেক ভক্ত বলেছেন, তিনি ও নয়াদিল্লি থেকে আসা তার ১০ বন্ধু শুক্রবার রাতে মন্দির দেখতে এসেছিলেন এবং এই ঘটনায় তার দুই বন্ধু মারা গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক বার্তায় শোক প্রকাশ করে বলেছেন, পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত।

একইসঙ্গে নিহতদের পরিবারের জন্য ২ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। এছাড়াও নিহতদের প্রতি পরিবার ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।