প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কিউবায় বজ্রপাতে তেলের ডিপোতে আগুন, হতাহত ১২২

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২২ ১৪:১৩:৩০ | আপডেট: ২ years আগে
কিউবায় বজ্রপাতে তেলের ডিপোতে আগুন, হতাহত ১২২

কিউবার পশ্চিম মাতানজাস প্রদেশে একটি জ্বালানি ডিপোতে শনিবার বজ্রপাতের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে একজন নিহত ও ১২১ জন দগ্ধ হয়েছেন। আগুন নেভাতে গিয়ে নিখোঁজ রয়েছেন ১৭ ফায়ার সার্ভিস কর্মী।খবর দ্য গার্ডিয়ান।

মাতানজাস প্রদেশের কর্মকর্তাদের মতে, হাভানা থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর মাতানজাসের একটি শিল্প অঞ্চলে শুক্রবার গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানী ট্যাঙ্কে আঘাত হানে এবং একটি বিস্ফোরণ ঘটায়। ক্ষতিগ্রস্থ এলাকা থেকে প্রায় ১ হাজার ৯০০ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে কতৃপক্ষ।

দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানায়, ১৭ জন অগ্নিনির্বাপক কর্মী নিখোঁজ রয়েছেন, যারা আগুনের সবচেয়ে কাছাকাছি ছিলেন।

আরও পড়ুন-  ক্রোয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ৩০

প্রেসিডেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, আগুন নেভাতে সাহায্য করার জন্য জ্বালানির অভিজ্ঞতা সম্পন্ন বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কাছ থেকে সাহায্য ও পরামর্শের অনুরোধ করেছে কিউবা।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কি পরিমাণ তেল পুড়ে গেছে সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানা যায়নি। তবে রাষ্ট্রীয় তেল কোম্পানি কিউপেট জানিয়েছে, বজ্রপাত আঘাত হানার সময় প্রথম ট্যাংকটিতে ধারণক্ষমতার অর্ধেক ২৬ হাজার ঘনমিটার অপরিশোধিত তেল ছিল।

দ্বিতীয় ট্যাংকটিতে ছিল ৫২ হাজার ঘনমিটার জ্বালানি তেল। আগুন নেভাতে সর্বাত্মক চেষ্টা করছে সামরিক হেলিকপ্টারগুলো। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, পানির ট্যাংক ও ক্রেন রয়েছে।