মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ কিয়েভ সফরে যাওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় শনিবার কিয়েভ মেট্রোতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জেলেনস্কি। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কোন তথ্য জানায়নি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের নেতাদের জানিয়েছেন যে আরও সামরিক উপকরণ দেশটিতে পাঠানো হবে।
মারিউপোল শহরে আযভস্টাল ইস্পাত কারখানায় কোন ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
খেরসন শহরে স্বাধীনতার জন্য কোন গণভোটের আয়োজন করলেও শান্তি আলোচনা থেকে সরে যাবে ইউক্রেন। তবে শান্তি আলোচনার স্বার্থে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে আগ্রহী।
এসময় ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেন তিনি। হামলায় ৩ মাসের একটি শিশুসহ ৮ জন নিহত হয়েছে।