প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কিয়েভ অঞ্চলে ৯ শতাধিক মানুষের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২২ ১৩:৪৫:৪১ | আপডেট: ২ years আগে
কিয়েভ অঞ্চলে ৯ শতাধিক মানুষের লাশ উদ্ধার
সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকা থেকে ৯ শতাধিক বেসামরিক মানুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশকেই মারাত্মকভাবে গুলি করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় পুলিশ।

কিয়েভের আঞ্চলিক পুলিশ বাহিনীর প্রধান আন্দ্রিয়ে নেবিটোভ বলেছেন, কিয়েভের আশপাশে মৃতদেহ রাস্তায় ফেলে রাখা হয়েছে। আবার কিছু মরদেহ অস্থায়ীভাবে দাফন করা হয়েছে।

পুলিশের তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, নিহতদের ৯৫ শতাংশ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এসব দেখে আমরা বুঝতে পারি (রুশ) দখলদারিত্বের অধীনে মানুষকে কেবল সড়কে হত্যা করা হয়েছিল।

সর্বোচ্চ মৃতদেহ বুচায় পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, ধ্বংসস্তূপের নিচে ও গণকবরে প্রতিদিন আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে। বুচায় ৩৫০ জনের বেশি মানুষের লাশ পাওয়া গিয়েছিল।

নেবিটভ জানান, ইউটিলিটি কর্মীরা কিয়েভের শহরতলিতে মৃতদেহ জড়ো করে কবর দেয় যখন অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে ছিল।

তিনি বলেন, রুশ সেনারা এমন মানুষদের ‘খুঁজে বের করে’ যারা দৃঢ় ইউক্রেনপন্থী মতামত প্রকাশ করেছিল।