ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় রেডিও লিবার্টির সাংবাদিক ভেরা গাইরিচ নিহত হয়েছেন। রেডিও স্টেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রেডিও লিবার্টির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভেরা গাইরিচ যে ভবনে থাকতেন সেখানে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় তিনি বাড়িতে ছিলেন। তিনি দয়ালু ও প্রকৃত পেশাদার ব্যক্তি ছিলেন।
ভেরা গিরিচের সহকর্মী আলেকজান্ডার ডেমচেঙ্কো ফেসবুকে এক পোস্টে জানান, ‘চমৎকার একজন লোক চলে গেলেন।’
রেডিও লিবার্টি ইউক্রেনে ’রেডিও ফ্রি ইউরোপ’ নামেও পরিচিত। এটি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান। রেডিওটিতে সেসব জায়গার খবর প্রচার করা হয় যেখানে গণমাধ্যম মুক্ত নয়।
এর আগে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি গিরিচের পরিচয় নিশ্চিত করেননি।