প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

কিয়েভে রুশ সেনাদের তীব্র গোলাবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২২ ১৪:০৭:০২ | আপডেট: ২ years আগে
কিয়েভে রুশ সেনাদের তীব্র গোলাবর্ষণ

সাময়িক বিরতির পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিষ্ফল আলোচনা শেষে পুনরায় ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ট্যাংক-কামানের গোলাবর্ষণ করতে করতে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী। (খবর এএফপি)।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ যে সেনাবহরটি কিয়েভ থেকে ১৫ মাইল দূরে থেমে ছিল তা আরও এগিয়ে এসে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিয়েভকে প্রায় ঘিরে রেখেছে।

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস নতুন কিছু ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, কিয়েভের উত্তর-পশ্চিমে মোসচুনে বাড়িঘর জ্বলতে দেখা গেছে। ছবিতে রাজধানীর উত্তর-পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধরা পড়েছে।

সাঁজোয়া যান, ট্যাংক ও কামান নিয়ে কিয়েভের পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনাদের দেখা গেছে। কিয়েভের উত্তরে রুবিয়াঙ্কা শহরের কাছে রুশ সেনাদের দেখা গেছে। উত্তর-পূর্ব দিক থেকে রুশ সেনাদের একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে দেখা গেছে।

শুক্রবার শান্তি আলোচনা স্থগিতের পর ইউক্রেনের রাজধানী কিয়েভের তিন পশ্চিমাঞ্চলীয় শহরে প্রথমবারের তীব্র গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এত দিন পূর্বাঞ্চলীয় শহরগুলোতে হামলা হলেও পশ্চিমের শহরে হামলার ঘটনা এটিই প্রথম।

শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লুতৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলা শুরু করে রুশ বাহিনী। শনিবারও এ হামলা অব্যাহত ছিল। গত এক দিনে রুশ সেনারা আরও এগিয়ে এসেছে।

রাজধানী এবং তার পশ্চিমে জাইটোমিরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে। বাসিন্দাদের বাঙ্কারে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে। কিয়েভের আশপাশে প্রচণ্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।

ইউক্রেনের রাজধানীর আশপাশে লড়াই অব্যাহত আছে। শহরের প্রশাসন বলেছে বুচা, ইরপিন এবং হোস্টোমেলের পাশাপাশি কিয়েভের আরও উত্তরে ভিশোরোদ জেলাসহ উত্তরের অঞ্চলগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। শহরের পূর্বে, ডিনিপার নদীর ওপারে ব্রোভারিতেও লড়াই চলছে।