কুয়েতের বৃহত্তম শোধনাগারের একটি গ্যাস লিকুইফেকশন ইউনিটে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার শহর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে মিনা আল-আহমাদি শোধনাগারের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) জানিয়েছে, কুয়েত সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণে মিনা আল-আহমাদি শোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানানো হয়েছে, এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।
পরবর্তীতে জানা যায়, অগ্নিকাণ্ডের পর দুই শ্রমিককে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত ওই দুই শ্রমিক এশিয়ার নাগরিক।
কেএনপিসি কর্তৃপক্ষ আরও জানায়, আহতদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।