ইমরান খানকে অনাস্থা ভোটে হারিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদিতে বসেই নানা পদক্ষেপে সবাইকে চমকে দিচ্ছেন শাহবাজ শরিফ।
নির্বাচিত হয়েই তিনি বেতন বাড়ালেন সরকারি চাকরিজীবীদের। তাদের ন্যূনতম বেতন ২৫ হাজার রুপি করলেও ঠিক পরের দিনই তিনি কর্মঘণ্টা ৮ থেকে বাড়িয়ে ১০ ঘণ্টা করে দিলেন। এখন থেকে সকাল ৮টা থেকে শুরু পাকিস্তানের সব অফিস। মুদ্রাস্ফীতি রোখার পাশাপাশি অর্থনৈতিক ভীত শক্ত করতেই এ সিদ্ধান্ত বলে দাবি শাহবাজের। সে হিসেবে এখন সবচেয়ে বেশি কর্মঘণ্টা পাকিস্তানে।
সেইসঙ্গে সাপ্তাহিক ছুটির দিনেও কোপ মেরেছেন পাক প্রধানমন্ত্রী। শাহবাজের নির্দেশ, এ বার থেকে দু’দিনের বদলে কেবল মাত্র রবিবার ছুটি পাবেন তারা। ফলে শনিবার দফতরে আসতে হবে সরকারি কর্মীদের।
আসুন জেনে নেয়া যাক, কোন দেশে কত ঘণ্টা ডিউটি-
কোন দেশের কর্মীরা দিনে গড়ে কতক্ষণ কাজ করবেন, তা নির্ধারণের পিছনে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ ক্ষেত্রে কর্মী কোন কর্মক্ষেত্রে কত ক্ষণ কাজ করছেন, সেটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।
বিশ্বের সবর্ত্র সাপ্তাহিক কাজের গড় সময় যে এক হবে না, তা স্বাভাবিক। বস্তুত, এ নিয়ে উন্নয়নশীল এবং উন্নত দেশগুলির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সাধারণত দেখা গিয়েছে যে, এশীয় দেশগুলিতে বেশি ক্ষণ অফিসে কাটাতে হয় কর্মীদের। সেই তুলনায় বেশির ভাগ ইউরোপীয় দেশের কর্মীদের কাজের গড় সময় অনেক কম।
পাকিস্তানের ১০ ঘণ্টা ডিউটির একেবারেই বিপরীত বিন্দুতে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাত সরকার। চলতি বছর থেকে সে দেশে দৈনিক কাজের সময় কমিয়ে সাড়ে ৪ ঘণ্টা করা হয়েছে।
উত্তর বা লাতিন আমেরিকার বাসিন্দারা আবার এশীয়দের তুলনায় কম সময় কাজের সুবিধা ভোগ করেন। তবে তাদের ইউরোপীয় দেশগুলির তুলনায় বেশি সময় কাজ করতে হয়।
এ দেশে ১৯৪৮ সালের ফ্যাক্টরিজ অ্যাক্ট অনুযায়ী, কর্মীদের কাজের সময় সপ্তাহে গড়ে ৪৮ ঘণ্টার বেশি হতে পারবে না। দিনে ৯ ঘণ্টার বেশি কাজেরও নিদান দেয়া হয়নি।
অন্যদিকে, ওই আইনের ৫১ নম্বর ধারা অনুযায়ী, কর্মীদের দিয়ে সাড়ে ১০ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। গত বছর আন্তর্জাতিক শ্রম সংগঠন (আইএলও)-র একটি রিপোর্টে এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছিল।
ভারত-পাকিস্তান ছেড়ে বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকানো যাক। বেশির ভাগ দেশেই প্রতি সপ্তাহে গড়ে ৪০ ঘণ্টা কাজ করার নির্দেশ বলবৎ রয়েছে। যদিও কর্মক্ষেত্রের উপরেও এই সময়ের হিসাব নির্ভর করে।
কর্মক্ষেত্রে এক জন কত ক্ষণ সময় ব্যয় করেন? এ প্রশ্নের উত্তর বড় একটা সহজ নয়। বিভিন্ন পরিসংখ্যান খতিয়ে দেখা গিয়েছে যে, উচ্চ আয়ের দেশগুলিতে গড়ে কম সময় কর্মক্ষেত্রে কাজের নিদান রয়েছে। অথচ মধ্যআয়ের বা উন্নয়নশীল দেশগুলিতে সাধারণত বেশি ক্ষণ কর্মক্ষেত্রে কাটাতে হয়।
২০১৯ সালে একটি রিপোর্টে ক্যালিফোর্নিয়া এবং গ্রোনিনজেন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দাবি ছিল, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির মধ্যে গড়ে সবচেয়ে বেশি কাজ করতে হয় কম্বোডিয়ায়। সেখানকার কর্মীদের প্রতি সপ্তাহে গড়ে ৪৭.৬ ঘণ্টা কর্মক্ষেত্রে কাটাতে হয়।
কম্বোডিয়ার পরেই রয়েছে মায়ানমার (৪৭.১ ঘণ্টা), বাংলাদেশ (৪৬.৫ ঘণ্টা), সিঙ্গাপুর (৪৪.৮ ঘণ্টা), মালয়েশিয়া (৪২.৩ ঘণ্টা)।
এ তালিকায় দক্ষিণ আফ্রিকাও ঢুকে পড়েছে। সে দেশে সপ্তাহে গড়ে ৪২.১ ঘণ্টা কাজের নিদান রয়েছে। সপ্তম স্থানে রয়েছে চিন। সে দেশে প্রতি দিন গড়ে ৪১.৭ ঘণ্টা কাজ করতে হয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা