প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার বাইকার বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৩ ১২:২৬:৩৮ | আপডেট: ৮ মাস আগে
ক্যালিফোর্নিয়ার বাইকার বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি বাইকার বারে গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বন্দুকধারীও মারা গেছেন বলে জানিয়েছেন অরেঞ্জ কাউন্টি শেরিফের কর্মকর্তারা।

জানা গেছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে অরেঞ্জ কাউন্টির গ্রামীণ ট্রাবুকো ক্যানিয়নের কুকস কর্নারে গুলি চালানো হয়।

টুইটারে এক পোস্টে শেরিফ বিভাগ জানিয়েছে, আহত আরও ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বন্দুকের গুলিতে আহত হয়েছেন।

শেরিফ বিভাগ রাত ৯টার পর ‘কুকস কর্নারে ঘটনার দৃশ্যটির বর্ণনা’ দিয়ে টুইটার পোস্ট করেছে।

কুকস কর্নার পানীয় -এর জন্য দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাইকার সম্প্রদায়ের কাছে জনপ্রিয়। অনেক মোটরসাইকেল আরোহী এবং উৎসাহী সেখানে সপ্তাহান্তে লাইভ মিউজিক, ওপেন-মাইক নাইট কিংবা দীর্ঘ যাত্রার পরে শুধুমাত্র একটু ঠান্ডা বিয়ারের জন্য জড়ো হন।

গুলির কয়েক ঘন্টা আগে বিকালে বেশ কয়েকজন পৃষ্ঠপোষক পানীয় এবং খাবারের জন্য থেমেছিলেন। মোটরসাইকেল এবং বাইকের সারি নুড়ি প্রবেশদ্বার সাজানো যেখানে ফলকগুলো ১৮৮৪ সালে নির্মিত বারটির বহুতল ইতিহাস বর্ণনা করে।

বুধবার সন্ধ্যায় কয়েক ডজন টহল গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় এক টুইটে জানিয়েছে, ‘তিনি গুলির ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং আরও বিস্তারিত জানার জন্য স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করছেন।’