ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেনেলস্কির আশঙ্কার একদিনের মাথায় দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঞ্চল খারকিভে ফের হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার রাশিয়ার গোলাবর্ষণে তারা প্রাণ হারান। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ এই তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।
এর আগে গত মে মাসে ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
উত্তর-পূর্ব ইউক্রেনে অবস্থিত খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা।