প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

খারকিভের চারপাশ থেকে রুশ সেনা প্রত্যাহার: ইউক্রেন

নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২২ ২০:১৩:৫৮ | আপডেট: ২ years আগে
খারকিভের চারপাশ থেকে রুশ সেনা প্রত্যাহার: ইউক্রেন
সংগৃহীত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের চারপাশ থেকে রুশ সেনা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

শনিবার ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায়, রুশ বাহিনী উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ থেকে পিছু হটে সরবরাহ রুটের দিকে মনোনিবেশ করছে এবং ‘ইউক্রেনীয় বাহিনী ও দুর্গ ধ্বংস করতে’ পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কে মর্টার, আর্টিলারি ও বিমান হামলা শুরু করেছে।

প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ইউক্রেন ‘একটি নতুন - দীর্ঘমেয়াদী - যুদ্ধের পর্যায়ে প্রবেশ করছে।’

গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পরে কিয়েভ দখল করতে ব্যর্থ হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব দিকে ডনবাসের প্রতি মনোনিবেশ করেছে। শিল্প অঞ্চল ডনবাসে ইউক্রেন ২০১৪ সাল থেকে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করছে।

রাশিয়া রুবিঝনেসহ ডনবাসে কয়েকটি গ্রাম ও শহর দখল করেছে। রুবিঝনে যুদ্ধ শুরুর আগে প্রায় ৫৫ হাজার মানুষ ছিল।

খারকিভ শহরটি রাশিয়ার সীমান্তের নিকটবর্তী এবং রুশ শহর বেলগোরোড থেকে মাত্র ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণ-পশ্চিমে। শহরটি কয়েক সপ্তাহ ধরে তীব্র গোলাবর্ষণের মধ্য দিয়ে গেছে। অধিকাংশ রুশ ভাষাভাষী শহরটিতে যুদ্ধ শুরুর আগে ১৪ লাখ মানুষ ছিল এবং যুদ্ধের শুরুতে এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য ছিল।