প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

খেরাসন আমাদের নিয়ন্ত্রণে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২ ১৬:৫৬:০৮ | আপডেট: ২ years আগে
খেরাসন আমাদের নিয়ন্ত্রণে: ইউক্রেন
সংগৃহীত

পুনরুদ্ধারের পর খেরাসন শহর পুরোটাই এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা।

রুশ বাহিনীর কাছ থেকে খেরাসন পুনরুদ্ধারের পর শনিবার এ কথা বলেন কুলেবা।

কম্বোডিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনের ফাঁকে অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজের সঙ্গে কথা বলেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

এসময় কুলেবা বলেন, খেরাসন শহর পুনরুদ্ধারের পর, পুরোটাই আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, যতো তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের অবসান চাচ্ছেন সকলেই। আমরাও নিশ্চিতভাবে যে কারোর চেয়ে যুদ্ধের অবসান আরো বেশি চাই। কিন্তু দেশকে মুক্ত করার লড়াই চলবে।