প্রচ্ছদ ›› আন্তর্জাতিক

গণবিক্ষোভের মুখে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২২ ০৯:৫৯:৩৯ | আপডেট: ২ years আগে
গণবিক্ষোভের মুখে সুদানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক। রোববার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

এ সময় আবদাল্লাহ হামদক বলেন, দেশ পরিচালনায় ঐকমত্য এবং সমঝোতায় পৌঁছাতে প্রয়োজন সংলাপের। জাতিসংঘের সাবেক এ কূটনীতিক সুদানের অন্তর্বর্তী সরকারপ্রধান ছিলেন।

তাকে গত ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণের সময় গৃহবন্দি করে সেনাবাহিনী। এরপরই সুদানের সামরিক বাহিনী আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা-সমালোচনার মুখে পড়ে।

তাই চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর পদে হামদককে ফেরাতে তারা বাধ্য হয়। কিন্তু সেনা শাসনের বিরুদ্ধে বিরুদ্ধে রাস্তায় নামেন সাধারণ মানুষ।

এখনও পর্যন্ত এ ঘটনায় সহিংসতায় প্রাণ গেছে কমপক্ষে ৫৬ জনের।

সূত্র: ওয়াশিংটন পোস্ট